Pujor Fashion: সপ্তমীতে শাড়ি, নবমীতে লেহেঙ্গা, জি ২৪ ঘন্টার ফটোশ্যুটে সাবেকি সাজে Tanusree
নিজস্ব প্রতিবেদন: সামনেই পুজো। পুজোর চারদিন সাবেকি সাজই পছন্দ অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর। কিন্তু সাজগোজের আগে এই করোনা অতিমারিতে সুস্থ থাকা খুবই জরুরি। তাই জি ২৪ ঘন্টার ফটোশ্যুটে প্রথমেই জিমে হাজির নায়িকা।
বলিউডে নায়িকার জিমের পোশাক এখন চর্চার কেন্দ্রবিন্দু, তবে পিছিয়ে নেই টলিউডও। পিঙ্ক রঙের জ্যাকেট ও কালো প্যান্টে তনুশ্রীর জিম লুক ছিল নজরকাড়া।
সপ্তমীতে শাড়িই পছন্দ তনুশ্রীর। নীল আর বেগুনী রঙের শাড়িতে রয়েছে শিউলি ফুলের মোটিফ। পুজোর সাজে তাঁকে সাজিয়েছেন মেকআপ আর্টিস্ট বাবুসোনা সাহা।
সিল্কের শাড়ির সঙ্গে ম্যাচিং গোল্ডেন গয়না বেছে নিয়েছেন তনুশ্রীর স্টাইলিস্ট রুদ্র সাহা।
অষ্টমীর সকাল মানেই অঞ্জলি মাস্ট। অঞ্জলিতে বরাবরই শাড়ি পরতে দেখা যায় বাঙালি মেয়েদের, তনুশ্রীও তাঁর ব্যতিক্রম নন। অষ্টমীর জন্য তিনি বেছে নিয়েছেন সবুজ আর গোল্ডেন কম্বিনেশনের শাড়ি।
অষ্টমী মানেই জাঁকজমক সাজ। তাই সিল্কের শাড়ির সঙ্গে তিনি বেছে নিয়েছেন বড় কানের দুল। সব মিলিয়ে তনুশ্রীর অষ্টমীর লুক জমজমাট।
তবে শুধু শাড়ি নয়, সাবেকি সাজে লেহেঙ্গাও পছন্দ তনুশ্রীর। তাই নবমী লুকের জন্য হলুদ লেহেঙ্গা বেছে নিয়েছেন নায়িকা।
হলুদ লেহেঙ্গায় লাস্যময়ী তনুশ্রীর নবমী লুক অনবদ্য। লেহেঙ্গার সঙ্গে টিকলির যুগলবন্দি ছিল নজরকাড়া।
এবছর ফ্যাশনে ইন আফগান জুয়েলারি। দশমীর সাজে সেই আফগান জুয়েলারিকেই সঙ্গী করেছেন নায়িকা।
দশমী মানেই লাল পাড় সাদা শাড়ি। কিন্তু এবার একটু অন্যপথে হাঁটলেন তনুশ্রী। শাড়ির বদলে বেছে নিলেন লাল সাদা কম্বিনেশনের পোশাক।