পুলওয়ামা হামলা: জইশ প্রধান মাসুদকে জঙ্গি ঘোষণায় রাষ্ট্রসঙ্ঘকে চাপ ভারতের
পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর রাষ্ট্রসঙ্ঘে চাপ বাড়াতে চলেছে ভারত সরকার, তা স্পষ্টভাবে জানিয়ে দিল বিদেশমন্ত্রক। নয়াদিল্লির দাবি, সন্ত্রাসবাদীর তালিকায় ফেলা হোক মাসুদ আজহারকে। পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে নিষিদ্ধ করা দরকার।
পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর কনভয়ে হামলার দায় স্বীকার করেছে জইশ-এ-মহম্মদ। আত্মঘাতী জঙ্গির ভিডিয়ো প্রকাশ করেছে তারা। বিদেশমন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, ওই সন্ত্রাসবাদী সংগঠনটি চালায় মাসুদ আজহার।
এই মাসুদ আজহারকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে পাকিস্তান। পাক সরকারের নিয়ন্ত্রণে তার সন্ত্রাসী সংগঠনের কার্যকলাপ ও বিস্তার হয়ে চলেছে। ভারত ও অন্যত্র হামলা চালাচ্ছে ওই সংগঠন।
মাসুদ আজহারকে পাকিস্তান যে নিরাপত্তা দিয়েছে, তার তীব্র নিন্দা করছে ভারত সরকার। সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান। সন্ত্রাসী ঘাঁটিগুলি ধ্বংস করা হোক।
রাষ্ট্রসঙ্ঘে মাসুদ আজহারকে আন্তজার্তিক সন্ত্রাসী হিসেবে ঘোষণার প্রস্তাব দিয়েছিল ভারত সরকার। তবে সেই প্রস্তাবে ভেটো দেয় চিন। তার প্রেক্ষিতে আরও একবার রাষ্ট্রসঙ্ঘকে প্রস্তাবের কথা স্মরণ করিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক।