পুলওয়ামা হামলা: শহিদদের শেষশ্রদ্ধা মোদীর, গ্রেফতার ৭ অভিযুক্ত
পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পর শুরু হয়ে গিয়েছে এনআইএ তদন্ত। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৭ অভিযুক্তকে।
সিম্বু নবল থেকে ৬ ও লারু এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিসের সঙ্গে যৌথভাবে কাজ করছে এনআইএ-র দল।
পালাম বিমানবন্দরে আনা হয়েছে শহিদদের দেহ। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁদের শেষশ্রদ্ধা জানানো হয়েছে। সেখানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন ও রাহুল গান্ধী।
জওয়ানদের শেষশ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রাথমিক তদন্তে ধারনা, সার তৈরির রাসায়নিক ব্যবহার করেছে জঙ্গিরা। পেরেক ও লোহার টুকরো ব্যবহার করা হয়েছে। পঞ্জাব ও হরিয়ানায় বিক্রি হয়েছে সার তৈরির রাসায়নিক। ফলে এটি সহজলভ্য। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কয়েক কিলোমিটার দূরেও শোনা গিয়েছে শব্দ।