CRPF কনভয়ে জঙ্গি হামলা, ভয়াবহতার নিরিখে ছাপিয়ে গেল উরিকেও
পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা।
ইতিমধ্যেই ১৮ জন জওয়ানের মৃত্যুর খবর মিলেছে। জখম কমপক্ষে ৪৫ জন।
বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে এসে হামলা চালায় জঙ্গি।
পুলওয়ামার অবন্তিপোরার গোরীপোরায় ঘটনাটি ঘটে।
সেই সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল সিআরপিএফের ৫৪ নম্বর ব্যাটেলিয়নের কনভয়।
কনভয়ে ছিল ৭০টি গাড়ি।
তার মধ্যে একটি গাড়িতে হামলা হয়।
বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন ধরে যায়।
হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ।
২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর উরির সেনা ছাউনিতে জঙ্গি হানার ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৯ জন জওয়ান।