ফের আন্তর্জাতিক মঞ্চে সিন্ধু-গর্জন, ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে গোপীচাঁদের ছাত্রী
আন্তজার্তিক মঞ্চে ফের সিন্ধু গর্জন। ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে উঠলেন হায়দরাবাদি শাটলার পিভি সিন্ধু। হারালেন চিনা প্রতিদ্বন্দ্বী চেন উফেইকে।
বিশ্ব র্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা উফেইয়ের বিরুদ্ধে নেমে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছিল সিন্ধুকে। শেষমেশ সেমিফাইনালে সিন্ধু জিতলেন ২১-১৯, ২১-১০-এ।
শুরুটা অবশ্য এদিন ভাল হয়নি সিন্ধুর। দুই গেম-এ পিছিয়ে ছিলেন সিন্ধু। সেখান থেকে ম্যাচে ফেরেন এবং জেতেন পুল্লেলা গোপীচাঁদের ছাত্রী।
রবিবার ফাইনালে আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে খেলবেন সিন্ধু। ইয়ামাগুচি আবার চিনের তাই জুকে হারিয়ে ফাইনালে উঠেছেন। ফলে সিন্ধুর জন্য ফাইনালে যে কড়া প্রতিযোগিতা অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখে না।
জাপানের তারকা শাটলার ওকুহারাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিলেন সিন্ধু। পর পর দুই বড় জয়। ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন রিও ওলিম্পিকে পদকজয়ী ভারতীয় শাটলার।