ওয়ার্ল্ড ট্যুরে সিন্ধু সভ্যতার পত্তন, ইতিহাসে নাম তুললেন ভারতীয় কন্যা
জাপানের নোজোমি ওকুহারাকে হারিয়ে ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল জিতলেন ভারতের পুসেরলা ভেঙ্কট সিন্ধু। ২১-১৯, ২১-১৭ ব্যবধানে জিতলেন ওলিম্পিকে রূপোজয়ী ভারতীয় শাটলার।
সাম্প্রতিককালে সিন্ধু বারবার যে কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠলেই মুখ থুবড়ে পড়ছিলেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনি দুই বার রানার্স আপ হয়েছেন। এছাড়া এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসেরও ফাইনালে উঠে রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে।
জাপানের নোজোমি ওকুহারার কাছেই গতবার ওয়ার্ল্ড ট্যুরে হেরেছিলেন সিন্ধু। কিন্তু এবার মধুর প্রতিশোধ নিয়ে নিলেন ভারতীয় কন্যা।
ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালে ওঠার পর থেকেই সিন্ধু বলে যাচ্ছিলেন, এবার তিনি মানসিক চাপে নেই। বরং ওকুহারার বিরুদ্ধে জিতে খেতাব জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন তিনি।
চিনের গুয়াংঝাউতে অনুষ্ঠিত হয়েছিল এবারের ওয়ার্ল্ড ট্যুর। সেখানেই খেতাব জিতে ভারতীয় মহিলা শাটলার হিসাবে ইতিহাসে নাম তুললেন পিভি সিন্ধু।
এদিন দুই গেমেই সিন্ধুর সঙ্গে পাল্লা দিয়ে লড়ছিলেন ওকুহারা। কিন্তু শেষবেলায় পয়েন্ট নষ্ট করে বসেন জাপানি শাটলার। সিন্ধু কিন্তু শুরু থেকেই সতর্ক হয়ে খেলছিলেন।