Jalpaiguri| Python: ছাগল গিলে আর নড়তে পারছিল না বিশাল অজগর, তারপর...
প্রতিদিনের ন্যায় চা বাগানে শ্রমিকেরা চা-বাগানে কাজ করছিলেন। আর কাজ করতে করতে দেখতে পান চা বাগানের পাশে বিশাল আকার অজগর সাপ। লম্বা প্রায় ১৪ ফুট।
ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের ধুদিবস্তি চা বাগানে। অজগরটি একটি আস্ত ছাগল গিলে খেয়েছিল। সেই জন্য নড়াচড়া করতে সমস্যা হচ্ছিল। তার জন্য পেটটি ফুলে ছিল ।
শ্রমিকেরা সাপটি দেখে আতঙ্কগ্রস্ত হয়ে যান। স্থানীয় ব্যক্তিরাই কাঠামবাড়ী আপাল চাঁদ বন বিভাগের সাথে যোগাযোগ করেন। সাথে সাথে বন বিভাগের কর্মীরা এসে বিশালাকার অজগর সাপটি উদ্ধার করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা নূর বক্কর, বাবুল ইসলাম , খাবির আলম জানালেন,মাঝেমধ্যে সাপটি দেখা যেত কিন্তু জঙ্গলে লুকিয়ে পড়তো আতঙ্কের শ্রমিকেরা কাজ করতেন, কিন্তু আজকে কাঠামবাড়ী আপাল চাঁদ বনদপ্তরের তৎপরতায় অজগর সাপটি উদ্ধার হওয়ায় শ্রমিকরা স্বস্তি নিঃশ্বাস পেলেন বলে জানালেন।
বনদপ্তর সূত্রে জানা গেছে উদ্ধারকৃত অজগর সাপটি আপালচাঁদ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। অজগর সাপটিকে দেখতে ভিড় জমে যায়।