Sandip Ghosh: আর কত? সম্পত্তির পর সম্পত্তি সন্দীপের, এবার বহরমপুরে...
সোমা মাইতি: এবার বহরমপুরেও ফ্ল্যাটের হদিশ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের।
একাধিক দুর্নীতির অভিযোগে সিবিআই হেফাজতে সন্দীপ। এবার বহরমপুরের বাবু পাড়ায় একটি আবাসনের চার তলায় ফ্ল্যাট রয়েছে সন্দীপের এমনটাই দাবি আবাসনের কেয়ার টেকারের।
ফ্ল্যাটটি বর্তমানে তালাবন্ধ অবস্থায় রয়েছে।
ফ্ল্যাটের সঙ্গেই রয়েছে গাড়ির গ্যারেজও।
যদিও কেয়ার টেকারের দাবি, কাজে যোগ দেওয়ার পর থেকে যদিও এই ফ্ল্যাটে সন্দীপের যাতায়াত তাঁর চোখে পড়েনি।
সম্প্রতি সঙ্গীতাসন্দীপ ভিলা'র সন্ধান পাওয়া যায় ক্যানিংয়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ২ নম্বর ব্লকের ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর মৌজাতে কেনা হয়েছে কয়েকশ বিঘা জমি।
শুধু জমি কেনা হয়েছে তাই নয়, সেখানে গড়ে তোলা হয়েছে বড় বাংলো বাড়ি। স্থানীয় বেশ কিছু যুবক সেখানে ফার্ম হাউস তৈরি করেছেন। কিন্তু পুরোটাই চলতো সন্দীপ ঘোষের নির্দেশ মতোই।
সন্দীপ ঘোষের একটি বাংলো বাড়ির হদিশ মিলেছে ক্যানিং ২ নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে। বাড়িটির নাম সঙ্গীতাসন্দীপ ভিলা।