Sandip Ghosh: বাগানবাড়ি একটা নয়, `কীর্তিমান` সন্দীপের আরও আরও সম্পত্তির হদিশ!
পিয়ালি মিত্র: এক বাগানবাড়িতেই শেষ নয়... এ যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসা। দুর্নীতিতে অভিযুক্ত আরজি করের 'কীর্তিমান' প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরও আরও সম্পত্তির হদিশ মিলল।
ক্যানিংয়ে 'সঙ্গীতাসন্দীপ ভিলা' বাগানবাড়ির পর এবার জোড়া ফ্ল্যাট। বেলেঘাটার বি সি রায় হাসপাতাল রোডে একটি অ্যাপার্টমেন্টে সন্দীপ ঘোষের দুটি ফ্ল্যাটের খোঁজ মিলেছে।
বেশ কয়েক বছর আগে কেনা এই ফ্ল্যাট দুটির মধ্যে একটিতে সন্দীপ ঘোষের অফিস চলত। আর সেকেন্ড ফ্লোরে রয়েছে 3BHK ফ্ল্যাট। নতুন বাড়ি তৈরি হওয়ার আগে এখানেই পরিবার নিয়ে থাকতেন সন্দীপ ঘোষ।
এই দুটি ফ্ল্যাটের পাশাপাশি অ্যাপার্টমেন্টের গ্যারেজে রয়েছে একটি দামী গাড়ি। কালো রঙের একটি এসইউভি ৭০০। যা সন্দীপ ঘোষের নামেই রেজিস্ট্রেশন। গাড়িতে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল, আরজি কর ও পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার সাঁটা রয়েছে।
এর পাশাপাশি, হাতিয়াড়াতেও সন্দীপ ঘোষের একটি ৩ তলা তালাবন্ধ বাড়ির খোঁজ মিলেছে। আরজি করের দুর্নীতির তদন্তে নেমে ইডি-সিবিআই এর স্ক্যানারে এখন সন্দীপ ঘোষের নামে-বেনামে সম্পত্তি।