করোনার সচেতনতায় এবছর মুখ্যমন্ত্রীর লেখা গানে হল কবিপ্রণাম
দঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে'- করোনা আবহে রবীন্দ্রজয়ন্তীতে গান গাইলেন মুখ্যমন্ত্রী। করোনা-পরিস্থিতির মধ্যে লকডাউন বিধি মেনেই রবীন্দ্রজয়ন্তী পালন করল রাজ্য সরকার।
শুক্রবার কলকাতার ক্যাথিড্রাল রোডে বরাবরের মতো রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে কবিপ্রণাম হয় একেবারেই অনাড়ম্বর ভাবে। পাশাপাশি প্রতি জেলায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে করোনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সচেতনতা-গান ব্যবহার করে ‘কবিপ্রণাম’ কর্মসূচি পালিত হয়
ক্যাথিড্রাল রোডে বিনা জনসমাগমেই রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন বিধি মেনে রাজ্যের ১৬ জন শিল্পী নিজের নিজের বাড়ি থেকে গান গান
জ্ঞানবন্ত সিংহের দেওয়া নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি জেলা এবং কমিশনারেটে কবিপ্রণাম কর্মসূচি পালন করা হয়। রবীন্দ্রনাথের কাট-আউট নিয়ে ছোট একটি করে ট্যাবলো ব্যবহার করা হয়। নির্বাচিত কিছু রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার হয় ওই ট্যাবলোর সঙ্গে। পাশাপাশি, করোনাভাইরাস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সচেতনতা-গানটিও ব্যবহার করা হয়