Rachna Banerjee: `আমার বাড়িতে কখনও কার্তিক পড়েনি...`
বিধান সরকার: আজ বিরসা মুন্ডার জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে পোলবা দাদপুর ব্লকের কৃষি খামার প্রাঙ্গনে। সেখানে উপস্থিত হন হুগলীর সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
রচনা ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ মিতালী বাগ, বিধায়ক অসীমা পাত্র, জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, গ্ৰামীন পুলিশ সুপার কামনাসিস সেন সহ জেলার অন্যান্য আধিকারিকরা।
পোলবা দাদপুর ব্লকের কৃষি খামার প্রাঙ্গনে আদিবাসী অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান চলাকালীন স্টেজ থেকে নেমে আসেন হুগলী ও আরামবাগ লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও মিতালী বাগ ও বিধায়ক অসীমা পাত্র।
দুই সাংসদ ও বিধায়ক মিলে আদিবাসী মহিলাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আদিবাসী বাজনার তালে পা মেলান।
পরে সাংসদ বলেন,জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে আসা হয়নি। আগামী বছর আসব। বাঁশবেড়িয়ার কার্তিক পুজোতেও আজ যাওয়া হবে না।
তাঁর বাড়িতে কি কার্তিক পুজো হয়? সেই প্রসঙ্গে সাংসদ অভিনেত্রী মজা করে বলেন, আমার বাড়িতে কোনোদিন কার্তিক পড়েনি।