Rachna Banerjee: `আর পারছি না, অনেক খাওয়া হয়ে গেছে... জলভরা পরে খাব`

Fri, 26 Apr 2024-6:12 pm,

বিধান সরকার: "চন্দননগরের জলভরা এখনও খাওয়া হয়নি। পরে খাব।" চন্দননগরে প্রচারে বেরিয়ে বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। 

প্রচার শুরু করার পর থেকেই কখনও দই, কখনও ঘুগনি, কখনও আলু পোস্ত, আবার কখনও আলুরদম দিয়ে মুড়ি খেয়ে স্বাদের প্রশংসা করেছেন রচনা। আর তা নিয়ে মিমও হয়েছে বিস্তর। 

 

কিন্তু এদিন খাওয়ার প্রসঙ্গ উঠতেই রচনা বললেন,"আর খেতে পারছি না। অনেক খাওয়া হয়ে গিয়েছে।"

এদিন স্টেশন রোড কালীবাড়িতে পুজো দিয়ে চন্দননগর পুরনিগমের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডে প্রচার করেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্য়ায়। 

ঢাক বাজিয়ে লক্ষ্মীর ভান্ডার হাতে নিয়ে চলে শোভাযাত্রা। চন্দননগর মানেই শিল্পের শহর, শিল্পীর শহর। এদিন সেই চন্দননগরে কী বার্তা দিলেন রচনা বন্দ্যোপাধ্য়ায়? 

তৃণমূল প্রার্থী রচনা বলেন, "বার্তা পরে দেব। এখনও বার্তা দেওয়ার সময় আসেনি। এখন শুধু প্রচার।" 

 

উল্লেখ্য, চন্দননগরের আলো আর জগদ্ধাত্রী পুজোর মত জলভরা সন্দেশও জগৎ বিখ্যাত। সেই জলভরা সন্দেশ নিয়ে জিজ্ঞাসা করা হলে রচনা বলেন, "এখনও খাওয়া হয়নি। পরে খাব।" 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link