Anant Ambani-Radhika Merchant`s Haldi: অনন্ত-রাধিকার গায়ে হলুদ! কয়েকহাজার টগর আর ৯০ গাঁদা দিয়ে তৈরি হল কনের পোশাক-গয়না...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানীদের বিয়ের অনুষ্ঠান এখন টক অফ দ্য টাউন।
গত ৮ জুলাই ছিল তাঁদের হলদি অনুষ্ঠান। হলুদ পোশাকে নজর কাড়লেন অনন্ত ও রাধিকা।
রাধিকার পোশাক ছিল ইউনিক।
হলুদ রঙের লেহেঙ্গার সঙ্গে রাধিকা পরেছিলেন ফুলের দোপাট্টা।
ডিজাইনার অনামিকা খান্নার তৈরি লেহেঙ্গার সঙ্গে বানানো হয় মানানসই ফুলের ওড়না। এই দোপাট্টা বানিয়েছে সৃষ্টি কাপুর।
ওড়নাটি বানাতে কয়েক হাজার টগরের কুঁড়ির সঙ্গে ব্যবহার করা হয়েছে ৯০টি গাঁদা।
পোশাকের সঙ্গেই মানানসই টগরের কুঁড়ি দিয়ে তৈরি গয়না পরেছেন রাধিকা, জানিয়েছেন ফ্লোরাল আর্টের কর্ণধার সৃষ্টি কাপুর।
তবে হলুদ পোশাক ছাড়াও এদিন একটি কালচে লাল রঙের লেহেঙ্গাও পরেন রাধিকা।
সেই লেহেঙ্গা ডিজাইন করেন অনামিকা খান্না। স্টাইলিং করেন সোনম কাপুরের দিদি রিয়া কাপুর।