লাদাখের উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে IAF-এ যোগ দিচ্ছে রাফাল যুদ্ধবিমান

Wed, 09 Sep 2020-11:06 pm,

ফ্রান্স থেকে গত ২৭ জুলাই ভারতে এসে পৌঁছে গিয়েছে ৫ রাফাল যুদ্ধবিমান। কিন্তু সেগুলি এখনও আনুষ্টানিকভাবে যোগ দেয়নি ভারতীয় বায়ুসেনায়। আগামিকাল অর্থাত্ ১০ সেপ্টেম্বর বায়ুসেনায় আনু্ঠানিকভাবে যোগ দেবে ওই ৫ রাফাল। বায়ুসেনার ১৭ নম্বর স্কোয়ার্ড্রনে যোগ দেবে ওইসব রাফাল জেট।

আম্বালা বায়ুসেনা ঘাঁটির ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন ফ্রান্সের মন্ত্রী ফ্লোরেন্স পার্লে। থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বায়ুসেনার অন্যান্য অফিসাররা। 

আম্বালায় এদিন আনুষ্টানিকভাবে আবরণ উন্মোচন করা হবে রাফালের। তারপর হবে সর্বধর্ম পূজা। এরপর একটি আকাশে বিভিন্ন কসকত্ দেখাবে রাফাল ও তেজস যুদ্ধবিমান। প্রথা মেনে দেওয়া হবে জল কামান স্যালুটও।

উল্লেখ্য, ৫টি রাফাল এখনও পর্য্নত ভারতে এসেছে তার ৩টি হল সিঙ্গল সিটের ও ২টি ডাবল সিটের। এইসব বিমানে জুড়ে দেওয়া হয়েছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মেটিওর মিসাইল, আকাশ থেকে মাটিতে নিক্ষেপযোগ্য স্কাল্প মি ও হ্যামার মিসাইল।

 

লাদাখে সীমান্ত উত্তেজনা এখন চরমে। এলএসি বরাবার ইতিমধ্যেই সেনা মোতায়েন শুরু করে দিয়েছে চিন। সীমান্ত থেকে ৩১০ কিলোমিটার দূরে হোটান বায়ুসেনা ঘাঁটিতে জে-২০ বিমান মোতায়েন করেছে চিন। এরকম এক পরিস্থিতিতে রাফালে বায়ুসেনায় যোগ দেওয়া যথেষ্ঠই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই রাফাল জেট লাদাখে ঘুরে এসেছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link