ছবি: আকাশে উড়ল রাফাল, সর্ব ধর্মের পুজো-ওয়াটার স্যালুটে অভ্যর্থনা বায়ুসেনার
নিজস্ব প্রতিবেদন: আজই আমবালায় এয়ারফোর্সের সঙ্গে সংযুক্ত হচ্ছে প্রথম ব্যাচের পাঁচটি রাফাল। ফ্রান্স থেকে ২৯ জুলাই দেশে এসেছিল পাঁচটি রাফাল।
সর্ব ধর্ম পুজো করে আজ ইন্ডিয়ান এয়ারফোর্সের ১৭ স্কোয়াড্রনে সংযুক্ত হচ্ছে ৫ টি রাফাল। একথা জানিয়েছেন উইং কমান্ডার ইন্দ্রনীল নন্দী। চুক্তির প্রায় ৪ বছর পরে ভারতের বিমান বাহিনীতে সংযুক্ত হচ্ছে রাফালগুলি।
সকালে বায়ুসেনা টুইট করে স্বাগত জানিয়েছে ৫ "নতুন পাখিকে।" গত ২৯ জুলাই ফ্রান্স থেকে প্রায় ৭ হাজার কিলোমিটার যাত্রা করে ভারতের আকাশপথে প্রবেশ করে ৫ রাফাল। ভারতের আকাশে প্রবেশ করতেই তাদের অভ্যর্থনা জানায় এক জোড়া সুখোই-৩০।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, রাফালের মাধ্যমে ভারত ও ফ্রান্সের সম্পর্ক আরও মজবুত হবে।
রাফালের পরবর্তী ব্যাচ নভেম্বরেই ভারতে আসতে পারে। তবে আপাতত রাফালের সংযুক্তি দেখে ঘুম উড়েছে পাকিস্তানের। ওয়াকিবহাল মহল বলছে ভারতের বায়ুসেনার শক্তিবৃদ্ধিতে ভয় পেয়েছে চিনও।