কানাডিয়ান প্রেমিকার সঙ্গে সনাতনী রীতিতে বিবাহ রঘু রামের, দেখে নিন বিয়ের ছবি
বিয়ের ফুল ফুটছে বিনোদনের জগতে। এবার গাঁটছড়া বাঁধলেন রোডিজ খ্যাত রঘু রাম ও তাঁর বান্ধবী নাতালি ডি লুসিও। কানাডার গায়িকা লাতালি। গোয়ায় সমু্দ্রধারে রিসর্টে সনাতনী রীতিতে বিবাহ সারেন রঘু রাম।
ছাদনাতলায় আসছেন নাতালি।
সাদা সিল্কের শাড়ি ও গয়নায় একেবারে ভারতীয় বধূর সাজে কানাডিয়ান গায়িকা।
হোমকুণ্ডের সামনে আচার মেনে বিয়ে সারলেন রঘু রাম।
বিয়ের মাঝে অট্টহাস্য বর-বধূর।
স্ত্রীর হাত ধরে সাত পাক ঘুরলেন রঘু রাম।
বন্ধুর বিয়ে। রণবিজয় হাজির থাকবেন না এমনটা হয় নাকি!
কানাডিয়ান প্রেমিকার সঙ্গে সনাতনী রীতিতে বিবাহ রঘু রামের, দেখে নিন বিয়ের ছবি