অন্তঃসত্ত্বা নাতালিয়া, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে একান্ত মুহূর্তের ছবি শেয়ার রঘুর
প্রথম স্ত্রী সুগন্ধা গর্গ-এর সঙ্গে বিচ্ছেদের পর নাতালিয়া ডি লুসিওর সঙ্গে গাঁটছড়া বাঁধেন রঘু রাম। ২০১৮ সালের ১৮ ডিসেম্বর গোয়ায় বসে রঘু রাম এবং নাতালিয়ার বিয়ের আসর। প্রথমে দক্ষিণী রীতি মেনে এবং খ্রীস্টান রীতিতে নাতালিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন 'রোডিস'-খ্য়াত রঘুরাম। বিয়ের পর মধুচন্দ্রিমার ছবিও শেয়ার করেন টেলিভিশনের এই জনপ্রিয় তারকা। মধুচন্দ্রিমার পর নাতালিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করেন রঘু। এরপরই 'বেবিমুন'-এর জন্য ঘুরতে বেরিয়ে পড়েন রঘু এবং নাতালিয়া। সেখান থেকেই স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ছবি শেয়ার করেন টেলিভিশন তারকা। তবে তাঁরা কোথায় বেড়াতে গিয়েছেন, সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি রঘু রাম।