বিশ্বকাপে বিরাট কোহলির আসল অস্ত্র কারা, বলে দিলেন রাহুল দ্রাবিড়
বিশ্বকাপে দাপট হবে ব্যাটসম্যানদের। এমনটাই মনে করছেন প্রাক্তনরা। ইংল্যান্ড-ওয়েলসের পরিস্থিতি ব্যাটসম্যানদের সুবিধা পাইয়ে দেবে বলে জানিয়েছিলেন অনেক প্রাক্তন তারকা। এবার একই কথা বললেন রাহুল দ্রাবিড়।
ইংল্যান্ড-পাকিস্তানের একদিনের সিরিজে রানের বন্যা বইছে। সেটাই যেন দ্রাবিড়দের যুক্তি সুপ্রতিষ্ঠিত করছে। তবে ভারতের ক্যাপ্টেন কোহলির কাছে বিপক্ষ ব্যাটসম্যানদের থামানোর মোক্ষম ওষুধ রয়েছে, দাবি দ্রাবিড়ের।
দ্রাবিড় বলছেন, ভারতীয় দলে একাধিক উইকেট টেকিং বোলার রয়েছে। গত বছর এ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে ছিলাম। তখনই আন্দাজ করেছিলাম, বিশ্বকাপ হাই স্কোরিং হবে। তাই প্রতিটা দলে উইকেট টেকিং বোলার খুব প্রয়োজন।
দ্রাবিড় আরও বললেন, জসপ্রিত বুমরা, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহ্বলের মতো বোলার রয়েছে কোহলির হাতে। যে কোনও পরিস্থিতিতে এই তিনজন উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখে।
কোহলি সম্পর্কে দ্রাবিড় বলে গেলেন, বিরাট নিজেকে একটা উচ্চতায় প্রতিষ্ঠা করেছে। ওয়ান-ডে ক্রিকেটে একটা সময় সচিন তেন্ডুলকরের রেকর্ড নিরাপদ বলে মনে হত। কিন্তু বিরাট আর সেসব রেকর্ড নিরাপদ রাখবে না বলে মনে হচ্ছে এখন।