দ্য গ্রেট ওয়াল-এর বয়স হল ৪৬, শেহবাগ জানালেন দেওয়ালে কান ছাড়াও কী কী রয়েছে!
দ্য ওয়াল-এর বয়স হল ৪৬। আজ, ভারতীয় ক্রিকেটের দ্য জেন্টলম্যান রাহুল দ্রাবিড়ের জন্মদিন।
সচিন-সৌরভ-শেহবাগদের মাঝে দাঁড়িয়েও যিনি স্বমহিমায় আলোকিত ছিলেন। ভারতীয় দলের দুঃসময়ে তিনি সবসময় পাঁচিলের মতো রুখে দাঁড়িয়েছেন। দলের প্রয়োজনে কিপিং গ্লাভস হাতেও দায়িত্ব সামলেছেন।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও তিনি সমানভাবে সক্রিয়। পরের প্রজন্মকে প্রস্তুতির কাজেও সমান সফল রাহুল দ্রাবিড়। অনূর্ধ্ব ১৯ ও ভারতীয় এ- দলের সাফল্যে তাঁর কৃতিত্ব অনস্বীকার্য।
ভারতীয় দলের এমন তারকার জন্মদিনে শুভেচ্ছার বন্যা হবে না, তা কি হয়! তবে সবার শুভেচ্ছাবার্তার মধ্যে স্বতন্ত্র হয়ে দাঁড়ালেন বীরেন্দ্র শেহবাগ। এমনিতে তাঁর টুইট মানেই আলাদা রকম কিছু। এবারও তাঁর অন্যথা হল না। সহযোদ্ধা দ্রাবিড়কে তিনি শুভেচ্ছা জানালেন অন্যভাবে।
Deewaron ke bhi kaan hote hain , is deewar ka bahut saaf Mann aur hriday bhi hai!( #TheWall too has ears, this one has a pure mind and a heart as well) A joy to have played with him and made so many wonderful memories together #HappyBirthdayRahulDravid ! pic.twitter.com/eukPvSx0II
— Virender Sehwag (@virendersehwag) January 11, 2019
ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিং, সুরেশ রায়নার মতো তারকারাও শুভদিনে দ্রাবিড়কে শুভেচ্ছা জানাতে ভুললেন না।
২০১২-র মার্চে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রাহুল দ্রাবিড় । ১৬ বছরের কেরিয়ারে করেছেন ২৪,২০৮ রান। ভারতের হয়ে রাহুল দ্রাবিড় ১৪৬টি ম্যাচ খেলেছেন। রান ১৩২৮৮। ৩৬টি সেঞ্চুরি ও ৬৩টি হাফ সেঞ্চুরি। টেস্টে তাঁর গড় ৫২.৩১।