নিজের কেন্দ্রে বন্যা মোকাবিলায় সাধারণ মানুষের কাছেই সাহায্য চাইলেন রাহুল
গতকাল থেকে নিজের কেন্দ্রে ওয়াইনাডে রয়েছেন রাহুল গান্ধী।
বন্যা বিধ্বস্ত কেরলে পা দিয়েই কেন্দ্রের কাছে ত্রাণ সাহায্যের আবেদন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
গত ৩ দিনে ৭৬ জনের মৃত্যুর খবর মিলেছে।
রাহুল গান্ধী সাংবাদিক বৈঠক করে জানান, এ বিষয়ে রাজনীতি করতে চাই না। আমরা একসঙ্গে কাজ করছি।
রাহুলের কথায়, এটি একটি বিপর্যয়। কাউকে দোষারোপ করা যায় না।
তিনি বলেন, ওয়াইনাডবাসী একসঙ্গে এই এই বিপর্যয়ের মোকাবিলার চেষ্টা চালাচ্ছেন।
সকালে টুইট করে সাধারণ মানুষকেই সাহায্যের জন্য এগিয়ে আসার বার্তা দেন রাহুল।
জলের বোতল, চাদর, কাপড়, জামা-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সাহায্যের জন্য আবেদন জানান তিনি।