হাতে আর সময় নেই! বুধবার থেকে চলবে লোকাল ট্রেন, ছুটির দিনেও চলল স্যানিটাইজেশন
হাতে আর বেশি সময় নেই। সামনের বুধবার থেকেই চলবে লোকাল ট্রেন। তাই রবিবারও কাজ থামাল না রেল কর্তৃপক্ষ।
ছুটির দিনেও কারশেডে থাকা ট্রেনগুলির প্রতিটি কোচে চলল স্যানিটাইজেশন। যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে উঠেপড়ে লেগেছে রেল।
লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্তে হাঁফ ছেড়ে বেঁচেছেন সাধারণ মানুষ। বহু মানুষকে শহরতলি থেকে কলকাতায় যেতে হচ্ছিল একগাদা টাকা খরচ করে।
আগের মতো সব ট্রেন হয়তো চলবে না। তবে আপাতত ৩৬২টি লোকাল ট্রেন চলবে। তাতেই স্বস্তি খুঁজছেন সাধারণ যাত্রীরা।
নতুন কোনও সময়সূচি হচ্ছে না। অর্থাত্ পুরনো টাইম টেবিল মেনেই আপাতত শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে ট্রেন চলবে।