Dhakuria Fire: ঢাকুরিয়া রেল বস্তিতে আগুন, শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল!
![ঢাকুরিয়ে রেল বস্তিতে আগুন Dhakuria Rail slum fire](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/03/27/466397-rail1.jpg?im=FitAndFill=(500,286))
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঢাকুরিয়ায় রেল লাইন সংলগ্ন ঝুপড়িতে আগুন। ঘটনাস্থলে দমকল।
![ঢাকুরিয়ে রেল বস্তিতে আগুন Dhakuria Rail slum fire](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/03/27/466396-rail2.jpg?im=FitAndFill=(500,286))
আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।
![ঢাকুরিয়ে রেল বস্তিতে আগুন Dhakuria Rail slum fire](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/03/27/466395-rail3.jpg?im=FitAndFill=(500,286))
আগুন লাগার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। ফলে দুর্ভোগে নিত্যযাত্রীরা।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ১টা ১০ নাগাদ আগুন লাগে ঢাকুরিয়া ও যাদবপুরের মাঝের রেললাইন সংলগ্ন বস্তিতে। দেড়টা নাগাদ দমকল পৌঁছয়।
তিনি আরও জানান, আগুন লাগার ফলে লাইনের উপর দাঁড়িয়ে রয়েছে মানুষজন। যার জন্যই বাধ্য হয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আগুন লাগানোর ঘটনায় সমব্যথী রেল।