দেশের বিভিন্ন রুটে চলবে বেসরকারি ট্রেন, ১৩ কোম্পানির তালিকা তৈরি করল রেল
দেশে বেসরকারি ট্রেন চালানোর পরিকল্পনা করেছে কেন্দ্র। এর জন্য ইতিমধ্যেই ১৩টি বেসরকারি কোম্পানিকে বাছাই করা হয়েও গিয়েছে।
এবছর অগাস্ট মাসে কেন্দ্র জানায়, ২০২৩ সালে দেশের বিভিন্ন রুটে ১২টি বেসরকারি ট্রেন চালানো হবে। পরে প্রয়োজন অনুযায়ী তা বাড়িয়ে ৪৫টি করা হবে।
কেন্দ্রীয় সরকার সূত্রে খবর স্পেনের রেল কোচ নির্মাতা সংস্থা CAF, সিমেন্স লিমিটেড, বোম্বারডিয়ার ট্রান্সপোর্টেশন ইন্ডিয়া, জিএমআর গ্রুপ রয়েছে ওইসব বেসরকারি কোম্পানির তালিকায়।
বেসরকারি ট্রেন চালানো নিয়ে সম্প্রতি একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিল BHEL, BEML, আর কে অ্যাসোসিয়েটস, স্টেরলাইট পাওয়ার, ভারত ফোর্জ, জেকেবি ইনফ্রাস্ট্রাক্চার, এল অ্য়ান্ড টি, টিটাগড় ওয়াগন লিমিটেড-এর মত ১৩ কোম্পানি উপস্থিত ছিল। এদের অনেকেই ট্রেন চালাতে ইচ্ছুক।
দেশের বিভিন্ন রুটে আপাতত ১৫১টি আধুনিক প্যাসেঞ্জার ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে সরকার। এর ফলে রেলে ৩০,০০০ কোটি টাকা বিনিয়োগ আসবে বলে মনে করা হচ্ছে।