Railway Track on Moon: অচিরেই চাঁদের মাটিতে ছুটবে ট্রেন! কোমর বেঁধে নেমে পড়েছে নাসা...

Thu, 16 May 2024-12:54 pm,

ট্রেনে চড়ে পৌঁছে যাবেন চাঁদে। চাঁদে এবার ট্রেন চালানোর পরিকল্পনা করছে নাসা।

চাঁদে রেল পরিবহন আগামী দশকের মধ্যে চালু হতে পারে বলে জানা গিয়েছে। 

নাসা চাঁদে রোবট ট্রেন চালাবে। এজন্য ফ্লোট নামে একটি নতুন প্রযুক্তি তৈরি করা হচ্ছে। এটি হবে চুম্বক-চালিত রেলপথ। এজন্য অর্থ বরাদ্দও হয়েছে।

বিজ্ঞানীরা আশা করছেন, এটি চাঁদে মিশন চলার সময়ে নভোচারীদের পক্ষে এক দারুণ বিকল্প হতে চলেছে।

কী এই ফ্লোট (FLOAT) প্রযুক্তি? ফ্লোট মানে হল ট্র্যাকে একধরনের নমনীয় লেভিটেশন থাকা-- Flexible Levitation on a Track। ট্রেনের চাকা ট্র্যাকের উপর দিয়ে উড়ে-উড়ে এগিয়ে যাবে।

প্রতি ঘণ্টায় প্রায় ১.৬১ কিলোমিটার বেগে চলাচল করবে মুন রেল।

প্রথম এই প্রজেক্টটার কথা ভাবা হয়েছিল ২০২১ সালে। নাসার 'ইনোভেটিভ অ্যাডভান্সড কনসেপ্টস'-এর অন্তর্গত অভিনব এই প্রজেক্ট।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link