রেলে প্রচুর নিয়োগ, ব্যাপকমাত্রায় সুযোগ মহিলাদের, দিতে হবে না ইন্টারভিউ, ঘোষণা পীযূষের
রেলে শীঘ্রই ব্যাপক নিয়োগের কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সবমিলিয়ে ২৩ হাজার শূন্যপদে নিয়োগের কথা জানিয়েছেন তিনি।
পীযূষ গোয়েল ঘোষণা করেন, শীঘ্রই রেল সুরক্ষা বাহিনীতে ১০,০০০ শূন্য পদে নিয়োগ হবে।
তাত্পর্যপূর্ণভাবে ৫০ শতাংশ পদ সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য।
ট্রেনে মহিলা ও শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই আরপিএফে মহিলার সংখ্যা বাড়ানো হবে বলে জানান পীযূষ গোয়েল।
আরপিএফ ছাড়া আরও ১৩০০০ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানান পীযূষ গোয়েল। নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র কম্পিউটার টেস্ট নেওয়া হবে, ইন্টারভিউ দিতে হবে না।
বিহার সফরে গিয়েছেন রেলমন্ত্রী। বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। পটনার অনুষ্ঠানে তিনি বলেন,''শীঘ্রই রেল সুরক্ষা বাহিনীতে ১০,০০০ কর্মী জওয়ান নিয়োগ করা হবে। তার ৫০ শতাংশ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্যে''।