Raima Sen: সাবেকি হোক বা পার্টি লুক, বিয়ের সাজে হাস্যে লাস্যে নজরকাড়া রাইমা
নিজস্ব প্রতিবেদন: উইকেন্ড তো কী হয়েছে। কাজেই ব্যস্ত রাইমা সেন। শনিবার সকালেই নিজের একটি ফটোশ্যুটের ছবি দিয়ে অভিনেত্রী জানিয়েছেন কীভাবে শুরু হচ্ছে তাঁর সকাল। ছবি সৌজন্য: রাইমা সেন ইনস্টাগ্রাম
যদিও ফটোশ্যুটের জন্য রেডি নন পুরোপুরি, তাও রাইমার মেকআপ জুয়েলারি দেখেই বোঝা যাচ্ছে, ব্রাইডাল ফটোশ্যুট করছেন তিনি। ছবি সৌজন্য: রাইমা সেন ইনস্টাগ্রাম
শাড়িতে বেশ মানায় রাইমাকে। সম্প্রতি এক গোলাপী মসলিনে তাঁর অভিজাত লুকে মুগ্ধ হয়েছিল নেটিজেনরা। ছবি সৌজন্য: রাইমা সেন ইনস্টাগ্রাম
গোলাপী শাড়ির সঙ্গে ছিল মানানসই মুক্তোর গয়না। সবমিলিয়ে রাইমার লুক ছিল রাজকীয়। ছবি সৌজন্য: রাইমা সেন ইনস্টাগ্রাম
রাইমার পছন্দের রঙ কি গোলাপী! উত্তর অজানা হলেও এই রঙ যে রাইমার রূপের ছটা বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। ছবি সৌজন্য: রাইমা সেন ইনস্টাগ্রাম
তবে এবার আর শাড়ি নয়। গোলাপী লেহেঙ্গায় সেজেছেন অভিনেত্রী। সঙ্গে হিরে পান্নার সেট। কবে বিয়ে করছেন অভিনেত্রী, তার উত্তর না মিললেও বিয়ের সাজে তাঁকে যে অনবদ্য লাগবে তার কিছুটা আভাস পাওয়াই যায় ফটোশ্যুট থেকে। ছবি সৌজন্য: রাইমা সেন ইনস্টাগ্রাম
এবার এক্কেবারে যাকে বলে ভোলবদল। সাবেকি সাজ ছেড়ে পার্টি লুকে। স্টোন বসানো প্যাস্টেল কালারের গাউনে মোহময়ী রাইমার থেকে চোখ ফেরানো দায়। ছবি সৌজন্য: রাইমা সেন ইনস্টাগ্রাম
পার্টি লুকে বরাবরই রাইমাকে টেক্কা দেওয়া মুশকিল। এবারও তার অন্যথা হলনা। পার্টি লুকে আবেদনময়ী রাইমার চাহনিতেই কাবু তাঁর ফ্যানেরা। ছবি সৌজন্য: রাইমা সেন ইনস্টাগ্রাম