বোন রিয়ার সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার করলেন রাইমা সেন

Fri, 07 Feb 2020-2:55 pm,

বোন রিয়া সেনের সঙ্গে ছেলেবেলার ছবি শেয়ার করেছেন রাইমা সেন। বৃহস্পতিবার নিজের ইনস্টাহ্যান্ডেলে রাইমার শেয়ার করা এই ছবিতে মুনমুন সেনের কোলে ছোট্ট রিয়া ও রাইমাকে দেখা যাচ্ছে।  (ছবি-রাইমা সেন ইনস্টাগ্রাম)

তবে এর আগেও ফ্যান পেজগুলির মাধ্যমে রিয়া ও রাইমার ছেলেবেলার বেশকিছু পারিবারিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ছবিতে বাবা-মা ও দিদি সুচিত্রা সেনের সঙ্গে ছোট্ট রিয়া ও রাইমা। (ছবি-ইনস্টাগ্রাম)

এই ছবিটি নিজের টুইটার হ্যান্ডেলে নিজেই দুবছর আগে শেয়ার করেছিলেন রাইমা সেন। ছবিতে মুনমুন সেনের সঙ্গে দেখা যাচ্ছে ছোট্ট রিয়া ও রাইমাকে।  (ছবি-টুইটার)

ছবিতে মা মুনমুন সেনের সঙ্গে ছোট্ট রাইমা। এই ছবিটি মাদার্স ডে-তে দুবছর আগে নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছিলেন রাইমা সেন। (ছবি-টুইটার)

films history pics বলে একটি টুইটার হ্যান্ডেলে গত বছর এই ছবিটি শেয়ার করা হয়। ছবিতে বাবা-মায়ের সঙ্গে দেখা যাচ্ছে ছোট্ট রিয়া ও রাইমাকে। (ছবি-টুইটার)

ছবিতে বাবা ভারত দেব বর্মার সঙ্গে সঙ্গে ছোট্ট রিয়া ও রাইমা (ছবি-ইনস্টাগ্রাম)

ছবিতে মা মুনমুন সেনের সঙ্গে ছোট্ট রিয়া ও রাইমা (ছবি-ইনস্টাগ্রাম)

ছবিতে মুনমুন সেনের সঙ্গে ছোট্ট রিয়া ও রাইমা। (ছবি-টুইটার)

ছবিতে ছোট্ট রিয়া ও রাইমা (ছবি-টুইটার)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link