তীব্র গরম থেকে মিলতে পারে মুক্তি, সুখবর দিল আবহাওয়া দফতর
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে একটি নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে একটি নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে।
নিম্নচাপের ফলে শুক্রবার দিনভর দক্ষিণ বঙ্গের আকাশ মেঘলা থাকবে। বিকেল ও সন্ধেয় দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের ফলে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হাওয়ার গতি হতে পারে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। কোনও কোনও জায়গায় বজ্র বিদ্যুত সহ বৃষ্টি হতে পারে।