২-৩ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে মেঘভাঙা বৃষ্টি! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় দেখুন
আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ধেয়ে আসছে ঝড়। সঙ্গে ঝাঁপিয়ে নামবে বৃষ্টি।
কলকাতা, ঝড়গ্রামের একাংশ, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের
সোমবার ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৯ জেলাতে। বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা।
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৩ থেকে ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে সামান্য। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রের যেতে নিষেধ করা হয়েছে।