নেই ঘূর্ণিঝড়ের সতর্কতা, দক্ষিণবঙ্গের এই ৭ জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস
আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ও ভারি বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২দিনের মধ্যে দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৯৩ শতাংশ। বৃষ্টিপাত হয় সামান্য।
মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায়। শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে।
দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে। আগামী চার দিন ওই এলাকাতেই অবস্থান করবে নিম্নচাপ। আপাতত ঘূর্ণিঝড়ের কোনও সতর্কতা দেয়নি আবহাওয়া দফতর। আন্দামান এলাকায় নিম্নচাপের উপর নজর রাখছে হচ্ছে।