আগামী ৭২ ঘণ্টায় কালবৈশাখীর পূর্বাভাস, কোন কোন জেলায় জেনে নিন
বাংলাদেশ ও বিহারে রয়েছে ঘূর্ণাবর্ত। এই জোড়া ঘূর্ণাবর্তের টানে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। আর তার প্রভাবেই বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। হালকা ঝড়-বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে শুক্র ও শনিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতার তাপমাত্রা ছিল স্বাভাবিকের নিচে । সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৭ থেকে ৯১ শতাংশ।
আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বেশ কিছু জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে আগামী ৭২ ঘণ্টায়। ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায়।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে। রবিবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে। আন্দামান সাগরে নিম্নচাপ ঘূর্ণাবর্তের পরিণত শক্তি হারিয়েছে। এর কারণে কোন সতর্কবার্তা নেই আন্দামান ও নিকোবরে।