ফের নিম্নচাপ, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারি বৃষ্টি!
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। তার ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়। ফলে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, এখন সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। আগামী ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা. হাওড়া, হুগলি, মেদিনীপুরের মত জেলাগুলিতে ভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
কলকাতার আকাশ মেঘলাই থাকবে এবং আগামী দুই দিন বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।