আগামী ২-৩ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টি, কেবল এই এলাকায় বজ্রপাতের সতর্কতা
রবিবার সকালে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় বৃষ্টি হবে সকাল থেকেই।
হাওড়া, হুগলি, কলকাতা ও পূর্ব মেদিনীপুরেও আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বৃষ্টি হবে বলে খবর।
রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।