অঝোরে বৃষ্টি, দক্ষিণবঙ্গে আর কতদিন থাকবে এই পরিস্থিতি, জানাল আবহাওয়া দফতর
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের হাত ধরে সক্রিয় মৌসুমী বায়ু। উত্তরবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি এই অগাস্ট মাসেই পুষিয়ে দেবে মৌসুমী বায়ু, জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
একটি নিম্নচাপ ইতিমধ্যেই মৌসুমী বায়ুকে সক্রিয় করেছে। আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে ২৩ তারিখ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর। মৌসুমী অক্ষরেখার আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এই অবস্থান করছে।
বুধবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
২০-২৫ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমানে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে অতি ভারি বৃষ্টির সর্তকতা রয়েছে। দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলোচ্ছ্বাসের সম্ভাবনা এবং শহরাঞ্চল কলকাতা ও সুন্দরবন জলমগ্ন হওয়ার সম্ভাবনা।