সরস্বতী পুজোয় কি রাজ্যে বৃষ্টি হবে? দেখুন কী বলছে আবহাওয়া দফতর
সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতেই।
দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মূর্শিদাবাদেও বৃষ্টি হতে পারে।
দার্জিলিং ও সিকিমে তুষারপাতের সম্ভাবনা। পশ্চিমীঝঞ্ঝার জেরেই এই বৃষ্টিপাত।
শুক্র ও শনিবার অর্থাত্ আগামী দুদিন রাজ্যের তাপমাত্রা বাড়বে।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪। যা স্বাভাবিক। সকালে সামান্য কুয়াশা থাকলেও পরে পরিষ্কার থাকবে আকাশ।
রবিবার সরস্বতী পুজোর দিন ফের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর