Bengal Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ! নবমীতে ভাসবে পুজো? আর অষ্টমীতে...
দক্ষিণবঙ্গে ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর বৃষ্টির সম্ভাবনা নেই। প্রধানত শুষ্ক আবহাওয়া। দক্ষিণ-পশ্চিম উপকূল এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে।
এই নিম্নচাপটি ২২ অক্টোবর নাগাদ একটু তীব্র হবে। ২২ তারিখে গভীর নিম্নচাপে পরিণত হবে এটি।
শুরুতে নিম্নচাপের গতিপথ হবে পশ্চিমে, ২২ তারিখ সকাল পর্যন্ত সেটা উত্তর-পশ্চিম দিকে।
২২ অক্টোবরে সকালের পর থেকে এর গতিপথ বদলাবে। উত্তর এবং উত্তর-পূর্ব দিকে, বাংলাদেশ উপকূল দিকে।
এর ফলে ২৩ অক্টোবরে উপকূল অবস্থিত জেলাগুলিতে, যেমন, পূর্ব মেদনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
২৪ অক্টোবর এবং ২৫ অক্টোবর-- এই দুইদিন দক্ষিণবঙ্গের উপকূলে অবস্থিত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
উত্তর দক্ষিণ ২৪ পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা-সহ বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে।
যেহেতু নিম্নচাপ তৈরি হয়েছে তাই মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে, ২৩ অক্টোবর রাতের মধ্যে তাঁরা যেন সমুদ্র থেকে ফিরে আসেন এবং ২৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর--এই সময়টুকুতে সমুদ্রের মাছ ধরতে না যান।