`উই আর প্রেগন্যান্ট`, এভাবেই খুশির খবর দিলেন শুভশ্রী
দ্বিতীয় বিবাহবার্ষিকীতেই দিলেন খুশির খবর
সাতপাকে বাঁধা পড়ার ২ বছর পূর্ণ হতেই এবার মা হওয়ার খবর দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়
নিজের সোশ্যাল হ্যান্ডেলে শুভশ্রী ভক্তদের সঙ্গে খুশির খবর ভাগ করে নেন
যেখানে রাজের গলা জড়িয়ে পোজ দিতে দেখা যায় তাঁকে
'উই আর প্রেগন্যান্ট', বলেই বাবা-মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন রাজ-শুভশ্রী