Subhashree Ganguly: মধ্যরাতে কেক কেটে জন্মদিন উদযাপন, শুভশ্রীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন রাজ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। নায়িকার জন্মদিন বলে কথা! মধ্যরাত থেকেই শুরু সেলিব্রেশন।
মধ্যরাতে দুটি কেক কেটেছেন শুভশ্রী। একটি ছিল চকলেট কেক ও অপরটি রেড ভেলভেট কেক। এছাড়াও ছিল নানা রঙের গোলাপ।
কেক কাটার আগে চোখ বুজে প্রার্থনা করেন অভিনেত্রী। এদিন একেবারে সাবেকি পোশাকে দেখা যায় শুভশ্রীকে। কালো রঙের একটি কুর্তি পরেছিলেন তিনি, সিঁথিতে সিঁদুর, হাতে নোয়া।
কেক কাটার পরেই উপস্থিত সকলকে কেক খাইয়ে দিলেন নায়িকা নিজেই। প্রথম বাইট অবশ্যই ছিল রাজের জন্য।
প্রতিবার ইউভানের সঙ্গেই কেক কাটতে দেখা যায় শুভশ্রীকে। তবে এই বছর মায়ের সঙ্গে দেখা যায়নি তাঁকে।
কেক কাটার পড়েই রাজকে বলতে শোনা যায় ‘আই লাভ মাম্মা’। পাশাপাশি একে অপরকে চুম্বনে ভরিয়ে দেন রাজ শুভশ্রী।
জন্মদিনের কেক কাটার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ চক্রবর্তী লেখেন, ‘হ্যাপি বার্থডে মাই লাভ’। উত্তরে কমেন্ট সেকশনে শুভশ্রী লেখেন, ‘আই লাভ মাম্মা’। সোশ্যাল মিডিয়ায় নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।