রাজ, শুভশ্রী থেকে আবির, পরমব্রত, রুদ্রর বাড়িতে হুল্লোড় টলিউড তারকাদের
অভিনেতা রুদ্রনীল ঘোষের বাড়িতে হাজির টলিউডের তারকারা। রাজ চক্রবর্তী থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়রা হাজির হন রুদ্রর বাড়িতে। আবির, পরমব্রত -রাও হাজির হন রুদ্রনীলের বাড়ির হাউজ পার্টিতে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন রুদ্রনীল। শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও দেখা যায়, বন্ধুর বাড়িতে করা হুল্লোড়ের ছবি শেয়ার করতে। টলিউডের একাধিক তারকাকে এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেন ভক্তরা। প্রিয় তারকাদের একসঙ্গে দেখে কেউ সেখানে ভালবাসার চিহ্ন এঁকে দিতে শুরু করেন, আবার কেউ বলতে শুরু করেন, চাঁদের হাঁট। তবে হাউজ পার্টিতে অত্যন্ত সুন্দরভাবে সবকিছু সাজিয়ে গুছিয়ে বন্ধুদের পরিবেশন করেন রুদ্রনীল, তার জন্য ধন্যবাদ জানান শুভশ্রী। দেখুন সেই ছবি...