`সিবিআই-পুলিস মুখোমুখি! দেশের ইতিহাসে নজিরবিহীন`, সংসদে বিস্ফোরক স্বরাষ্ট্রমন্ত্রী
"দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।" রবিবার সন্ধ্যায় কলকাতা পুলিস বনাম সিবিআই লড়াই প্রসঙ্গে সংসদে দাঁড়িয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
"সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে। সেই তদন্তে বাধা দেওয়া হয়েছে।"
"কলকাতা পুলিস কমিশনার তদন্তে অসহযোগিতা করছেন। তাই বাধ্য হয়েই সিপির সঙ্গে কথা বলতে যায় সিবিআই।"
"তদন্তের স্বার্থে গিয়ে আক্রান্ত হন সিবিআই আধিকারিকরা। তাদের আটক করে নিয়ে যাওয়া হয়।"
"সারদা কেলেঙ্কারিতে সর্বস্বান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই আর্থিক কেলেঙ্কারির তদন্ত চলছে। তাতে বাধাদান যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত।"
"মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে অনুরোধ করব, সিবিআইকে কাজ করতে দেওয়ার জন্য।"