রিয়ার সঙ্গে মাদক নিয়ে কথাবার্তার কথা NCB-র কাছে স্বীকার করলেন রকুলপ্রীত সিং
রিয়ার সঙ্গে মাদক সংক্রান্ত কথাবার্তার কথা NCB-র জেরায় স্বীকার করেন নিয়েছেন অভিনেত্রী রকুলপ্রীত সিং। Zee নিউজ সূত্রে এমনটাই খবর মিলেছে।
জানা যাচ্ছে, রকুল NCB-কে জানিয়েছেন, রিয়া সঙ্গে তাঁর ওই হোয়াটসঅ্যাপটি ছিল ২০১৮ সালের। যেখানে তাঁর বাড়িতে থাকা রিয়ার মাদক রিয়া নিজেই চেয়ে পাঠান বলে জানিয়েছেন রকুল।
রকুল জানিয়েছেন, তাঁর বাড়িতেই যে গাঁজা ছিল, সেটি রিয়া চক্রবর্তীর।
তবে রকুলপ্রীত সিং নিজে কখনও মাদক নেননি বলেই NCB-র জেরায় দাবি করেছেন।
শুক্রবার মাদক মামলায় রকুলপ্রীত সিংকে টানা ৩ ঘণ্টা জেরা করে NCB।
এদিকে শুক্রবার রকুলপ্রীত সিং ছাড়াও NCB-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশ। পাশাপাশি করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের সহকারী পরিচালক অনুভব চোপড়াকেও জিজ্ঞাসাবাদ করা হয়।