অযোধ্যায় ভাঙা হল ২৫০ বছরের পুরনো সীতা রসোই, গুঁড়িয়ে দেওয়া হবে এক ডজন মন্দির
রাম মন্দির নির্মাণের কাজ চলছে জোরকদমে। আর তাই রাম মন্দিরের পরিসরে থাকা জরাজীর্ণ ধ্বংসস্তুপগুলিকে ভাঙার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ২৫০ বছরের পুরনো সীতা রসোই মন্দির ভাঙা পড়েছে।
জানা যাচ্ছে রাম মন্দিরের পরিসরে থাকা এক ডজন পুরনো মন্দির ভাঙা পড়বে। সেই সব মন্দিরগুলিতে প্রায় তিন দশক ধরে পুজো-আচ্চা হয় না। কালের নিয়মে সেগুলি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
শ্রীরামজন্মভূমি ট্রাস্ট আগেই জানিয়েছিল, রাম মন্দির চত্বরে এক ডজন পুরনো মন্দির রয়েছে। সেগুলিকে ভাঙার কাজ শুরু হবে। সেইমতো সীতা রসোই মন্দির ভেঙে পরিসর সাফাইয়ের কাজ শুরু হয়েছে।
মন্দিরগুলি ভাঙা হলেও গর্ভগৃহে থাকা দেব-দেবীদের রাম মন্দির নির্মাণ হলে যথাস্থানে রেখে পুজো করা হবে। এমনটাই জানিয়েছে শ্রীরামজন্মভূমি ট্রাস্ট।
সীতা রসোই ছাড়াও আননদ ভবন, কোহবর ভবন, সাক্ষী গোপালসহ েক ডজন মন্দির রয়েছে ওই চত্বরে। ইতিমধ্যে রাম মন্দির নির্মাণের টেন্ডার পাওয়া সংস্থা জেসিবি নিয়ে হাজির হয়েছে সেখানে।