সাড়ম্বরে বাগদান, আংটি বদলের পর বিয়ে বাতিল করলেন রানা দাগ্গুবতি?
হায়দরাবাদে ব্যবসায়ী পরিবারের মেয়ে মিহিকা বাজাজের সঙ্গে সম্প্রতি বাগদান সারেন বাহুবলি অভিনেতা রানা দাগ্গুবতি। কিন্তু আংটি বদলের পরপরই এবার বিয়ে বাতিল করলেন রানা। বাহুবলি অভিনেতার বিয়ে বাতিলের খবরে জোর শোরগোল শুরু হয়ে যায়
বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি গোটা দেশের মতো হায়দরাবাদেও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। সেই কারণেই পরিবার, পরিজনদের জীবন নিয়ে কোনও বিপদ নিতে চান না রানা-মিহিকা। ফলে অগাস্টে তাঁদের পূর্ব নির্ধারিত বিয়ের কর্মসূচি বাতিল করেন এই জুটি
জানা যাচ্ছে, আংটি বদলের পর অগাস্টে বিয়ের কথা থাকলেও, তা পিছিয়ে দেন রানা-মিহিকা
অগাস্টের পরিবর্তে রানা এবং মিহিকার বিয়ে ডিসেম্বরে ফের নতুন করে পরিকল্পনার মাধ্যমে হতে পারে বলে জানা যাচ্ছে
তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি রানা দাগ্গুবতি বা মিহিকা বাজাজের কেউই