গাড়ি ছেড়ে মুম্বইয়ের রাস্তায় টোটোয় চড়ে ঘুরছেন Ranbir-Alia
বিলাসবহুল গাড়িতে নয়, মুম্বইয়ের রাস্তায় টোটোয় চড়ে ঘুরে বেড়াচ্ছেন রণবীর কাপুর, আলিয়া ভাট। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে রণবীর-আলিয়া-র এমন ছবি।
হঠাৎ কী এমন হল? টোটোয় চড়ে কেন ঘুরে বেড়াচ্ছেন 'রণলিয়া' জুটি। তাহলে একটু খোলসা করেই বলা যাক...
একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে মুম্বইয়ের রাস্তায় এভাবে দেখা গেল রণবীর-আলিয়া জুটিকে। যার পরিচালক গৌরী শিন্দে।
এই ছবিতে পরিচালক গৌরী শিন্দের সঙ্গেও হাসিমুখে পোজ দিতে দেখা যাচ্ছে রণবীর-আলিয়াকে।
এর আগে 'ডিয়ার জিন্দেগি' ছবিতে গৌরী শিন্দের পরিচালনায় কাজ করেছিলেন আলিয়া ভাট।