এক বছর পার, দক্ষিণেশ্বর কালী মন্দিরে হাজির রানি রাসমণি ও রাজচন্দ্র
২০১৭র ২৪ জুলাই Zee Bangla-য় শুরু হয়েছিল রানি রাসমণি ধারাবাহিকটি। তারপর ধীরে ধীরে জনপ্রিয়তার শিখরে পৌঁছয় এই ধারাবাহিক। (ছবি সৌজন্য : দ্বিতিপ্রিয়ার ফেসবুক পেজ)
২০১৭ ২৪ জুলাই থেকে ২০১৮র ২৪ জুলাই দেখতে দেখতে একটি বছর পার করে ফেলেছে জনপ্রিয় এই ধারাবাহিকটি। তাই Zee Bangalaর রানি রাসমণির সেটে চলল সেই এক বছর পূর্তির সেলিব্রেশন। যেখানে হাজির ছিলেন রানি রাসমণি ধারাবাহিকটির সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলীরা। সেলিব্রেশনের সেই ছবি নিজের সোশ্যাল সাইটে শেয়ার করেছেন রানি রাসমণি খ্যাত জনপ্রিয় অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায়। (ছবি সৌজন্য : দ্বিতিপ্রিয়ার ফেসবুক পেজ)
কিছুদিন আগেই রানি রাসমণির সেট থেকে শ্যুটিংয়ের ছবিও শেয়ার করেছিলেন দ্বিতিপ্রিয়া রায়।
রানি রাসমণি ধারাবাহিকটির এক বছর পূর্তি উপলক্ষে দক্ষিণেশ্বর কালি মন্দিরে পৌঁছেছিলেন রানি রাসমণি (দ্বিতিপ্রিয়া রায়) ও রাজাচন্দ্র ( গাজি আব্দুন নূর)। (ছবি সৌজন্য : দ্বিতিপ্রিয়ার ফেসবুক পেজ)
দক্ষিণেশ্বর কালি মন্দিরের মধ্যে কৃষ্ণ মন্দিরের ভিতরে পুজো দিতেও দেখা গেল দ্বিতিপ্রিয়া ও নূরকে। (ছবি সৌজন্য : দ্বিতিপ্রিয়ার ফেসবুক পেজ)
দক্ষিণেশ্বর কালি মন্দিরের সামনে রথে চড়ে এক্কেবারেই 'রানি রাসমণি' ও রাজচন্দ্র দাসের বেশেই হাজির ছিলেন দ্বিতিপ্রিয়া ও নূর।
এদিন দক্ষিণেশ্বর কালি মন্দিরে পুজোও দিলেন দ্বিতিপ্রিয়া ও নূর। প্রসঙ্গত ১৮৫৫ সালে দক্ষিণেশ্বর কালি মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রানি রাসমণি।