রনজি জয়ের গন্ধ এবার বাংলার ড্রেসিরুমে, সৌরাষ্ট্রকে টপকাতে চাই আর ৭২ রান
অনুষ্টুপ মজুমদার (৫৮) ও অর্ণব নন্দী (২৮)। রনজি ট্রফি ফাইনালে বাংলার জেতা-হারার ভাগ্য এবার এই দুজনের হাতে। চতুর্থ দিনের শেষে বাংলা ছয় উইকেটে ৩৫৪ রান করেছে।
সৌরাষ্ট্রকে টপকে যেতে বাংলার চাই আরও ৭২ রান। অনুষ্টুপ ও অর্ণব নন্দী সপ্তম উইকেটে ৯১ রানের পার্টনারশিপ খেলেছেন। ঋদ্ধিমান সাহার ৬৪ ও সুদীপ চ্যাটার্জীর ৮১ রানের সৌজন্যে বাংলা শিবিরে এখন জয়ের গন্ধ ছড়াচ্ছে।
রনজি ট্রফি ফাইনালের ফয়সালা হবে এবার প্রথম ইনিংসের ভিত্তিতে। তাই আর মাত্র ৭২ রান করতে পারলেই তৃতীয়বার চ্যাম্পিয়ন হবে বাংলা। হাতে রয়েছে চার উইকেট।
সুদীপ ও ঋদ্ধিমান সাহা মিলে এদিন চতুর্থ উইকটে ১০১ রানের পার্টনারশিপ খেলেন। এই জুটির সৌজন্যেই বাংলা আবার লড়াইয়ে ফিরে আসে। চতুর্থ দিন আবার বাংলার ভরসা সেই অনুষ্টুপ। যিনি সেমিফাইনালে বাংলার ভরসার মুখ হয়েছিলেন।
তৃতীয় দিনে ১৩৪ রান তুলতে বাংলা তিন উইকেট হারিয়েছিল। কিন্তু প্রাথমিক চাপ কাটিয়ে স্কোরবোর্ড সচল রাখেন ঋদ্ধি ও সুদীপ।