Ranji Trophy Quarterfinals 2022-23: বড় আপডেট, ঝাড়খণ্ডের বিরুদ্ধে ঘরের মাঠে মুকেশ-শাহবাজকে পাচ্ছে বাংলা

Sabyasachi Bagchi Mon, 30 Jan 2023-7:36 pm,

২০২২ সালে এই ঝাড়খণ্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে বাংলার নয় জন ব্যাটার ৫০-এর বেশি রান করেছিলেন। বিপক্ষের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিডের সুবাদে জিতেছিল বাংলা। 

 

ভারতীয় দলে থাকলেও খেলার সুযোগ পাননি। তবে এবার বাংলার হয়ে নামবেন শাহবাজ। 

এর আগে ২০২০ সালে দুটি রঞ্জি ম্যাচ খেলেছিলেন। তবে সফল হননি। এবার নিজেকে মেলে ধরতে মরিয়া এই বাঁহাতি ওপেনার। 

 

ওডিশার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় বাঁ হাতে চোট পেয়েছিলেন। সেইজন্য গত ম্যাচের দুই ইনিংসে ব্যাট করতে পারেননি। তবে এবার মেগা ম্যাচে বড় রান করতে চাইছেন বাংলার 'ক্রাইসিস ম্যান'। 

চলতি মরসুমে ফের একবার ব্যর্থ বাংলার ওপেন বিভাগ। মোক্ষম ম্যাচে কাজীর দিকে সবার নজর থাকবে। তাই তাঁকে আগলে রাখছেন দলের হেড কোচ লক্ষী রতন শুক্লা। 

গত ম্যাচ হারলেও দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন অভিমন্যু ঈশ্বরণ। মঙ্গলবার মাঠে নামার আগে শাহবাজ ও সুদীপ ঘরামির সঙ্গে আলোচনায় ব্যস্ত বঙ্গ ওপেনার। 

বড় রানের খোঁজে অধিনায়ক মনোজ তিওয়ারি। সেই টার্গেট নিয়েই নেটে ব্যাট করছেন মান্নি। 

আকাশদীপ পুরো ফিট। বঙ্গ পেস বোলিংয়ের কাছে এটা ভালো ইঙ্গিত। 

হেড কোচ ও বহু যুদ্ধের নায়ক লক্ষী জানেন যে রুকু এই ব্যাটিংয়ের মেরুদণ্ড। তাই তো সাইডলাইনে চলছে দুই তারকার আড্ডা। 

 

অনুশীলনের ফাঁকে দলের দুই তরুণ ব্যাটার সুদীপ ঘরামি ও কাজীর সঙ্গে আলোচনা সেরে নিচ্ছেন বাংলার সর্বকালের অন্যতম সেরা ম্যাচ উইনার মনোজ। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link