চিনতে পারছেন? ফেসবুকে ভাইরাল গান বদলে দিল রানাঘাটের ভবঘুরে রানুর জীবন

Wed, 07 Aug 2019-11:11 pm,

রানাঘাট স্টেশনে নিত্যযাত্রীদের আবদারে গাইতেন লতা মঙ্গেশকরের গান। এভাবেই চলছিল জীবন। তারপর ফেসবুকের সৌজন্যে ভাইরাল হল গানের ভিডিয়ো। বদলে গেল রানু মণ্ডলের জীবন। পার্লারে গিয়ে একেবারে বদলে গিয়েছেন ভবঘুরে রানু। যেন ফিরে পেয়েছেন নতুন জীবন।      

 

রানাঘাটের কোকিলকণ্ঠী ভবঘুরে রানু মণ্ডল এখন রীতিমতো দেশখ্যাত। কলকাতা, মুম্বই, কেরল এমনকি বাংলাদেশ থেকেও ডাক আসছে তাঁর। অনেক নামজাদা মানুষদের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন। ইতিমধ্যেই নানা জায়গা থেকে গানের রেকর্ডংয়ের প্রস্তাব পাচ্ছেন রানুদেবী।

মুম্বইয়ের একটি রিয়েলিটি শোতে গান গাওয়ার আমন্ত্রণ পেয়েছেন রানু। তাঁর যাতায়াতের খরচও অনুষ্ঠানের কর্মকর্তারা দেবেন। কিন্তু কোনও পরিচয়পত্র না থাকায় তাঁকে নিয়ে যাওয়ার সমস্যা হচ্ছে।

ইতিমধ্যেই ফেসবুকে ভাইরাল হয়েছে রানুর বদলে যাওয়া ছবি। রীতিমতো সেজেগুজে একেবারে ধোপদুরস্ত হয়ে উঠেছেন রানু।  

মুম্বইয়ের বাবুল মণ্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল রানু মণ্ডলের। স্বামী মারা যাওয়ার পর রানাঘাটে ফিরে আসেন তিনি। রেলস্টেশনে ঘুরে ঘুরে গান গাইতেন। যেসব গান গাইতে গিয়ে বড় বড় গায়ক-গায়িকারা হোঁচট খান, লতার সেসব গান অবলীলায় গাইতেন রানুদেবী।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link