দীপিকা বানানো পিৎজা খাবেন, আনন্দে আত্মহারা রণবীর, পোস্ট করলেন ভিডিয়ো

Sun, 12 Apr 2020-10:08 pm,

লকডাউনে গৃহবন্দি রণবীর-দীপিকা। গৃহবন্দি অবস্থায় রণবীরকে রেঁধে খাওয়ানোর জন্য দীপিকা তালিকাটা কিন্তু বেশ লম্বা।   (ছবি-ইনস্টাগ্রাম)

কখনও আইসক্রিম, কখনও আবার পিৎজা, রণবীরের জন্য নানান কিছু বানাচ্ছেন দীপিকা।  (ছবি-ইনস্টাগ্রাম)

ব্রেকফাস্ট, লাঞ্চ থেকে ডিনার, সব সময়ই রণবীরের জন্য থাকছে নিত্য নতুন পদ।  (ছবি-ইনস্টাগ্রাম)

রণবীরের জন্য পিৎজাও বানিয়ে ফেললেন দিপ্পি। পিৎজা খাওয়ার কথা জেনে আনন্দে আত্মহারা রণবীর।  (ছবি-ইনস্টাগ্রাম)

দীপিকার পিৎজা বানানোর ভিডিয়ো পোস্ট করেছেন রণবীর।  (ছবি-ইনস্টাগ্রাম)

রণবীরের জন্য নানান রকম পদ রান্না করছেন দীপিকা। পোস্টও করছেন সেইসব ছবি। (ছবি-ইনস্টাগ্রাম)

দীপিকার খাবার বানানোর বহর দেখে, দীপিকার সঙ্গে রণবীর একটি মজাদার কার্টুনের ছবি পোস্ট করে লিখেছেন, 'Dil ka raasta pet se hoke jaata hai'। অর্থৎ হোম কোয়ারেন্টাইনে দীপিকা রান্না খেয়ে খেয়ে তাঁর ভুড়ি যে বেড়ে যেতে পারে, সেই অশঙ্কাই করছেন অভিনেতা। (ছবি-ইনস্টাগ্রাম)

রণবীরের জন্য বানিয়েছেন গার্লিক ব্রেড।  (ছবি-ইনস্টাগ্রাম)

আবার কখনও বানিয়েছেন পাস্তা।  (ছবি-ইনস্টাগ্রাম)

ভাত, থেকে নানান সবজি দিয়ে বিভিন্ন পদও রেঁধে রণবীরকে খাইয়েছেন দিপ্পি। (ছবি-ইনস্টাগ্রাম)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link