বিরল মুহূর্ত, উত্তরাখণ্ডে সূর্যাস্তের পর পাপড়ি মেলল ব্রহ্মকমল
উত্তরখণ্ডের চামোলিতে দেখা মিলল বিরল 'ব্রহ্মকমল'-এর। চামোলির বরফঢাকা একাধিক এলাকায় দেখা মিলেছে ওই ফুলের।
হিমালয়ের এই বিশেষ ফুলের নামকরণ করা হয়েছে ব্রহ্মার নামে। শোনা যায় মাত্র ২ ঘণ্টার মধ্যে এটি পরিধি হয়ে যায় ৮ ইঞ্চি। মাত্র কয়েক ঘণ্টা ফুটে থাকে এই ফুল। বছরে মাত্র একবার সূর্যাস্তের পর ফোটে এই ফুল। এবার সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পুরোন পুঁথিতে এই পবিত্র ফুলে উল্লেখ পাওয়া যায়। কেদারনাথ, বদ্রীনাথের মন্দিরে দেবতাকে এই ফুল উত্সর্গ করা হয়ে থাকে। কথিত রয়েছে এই ফুল দেখে মোহিত হয়েছিলেন দ্রৌপদী।
হিমালয়ে ফুলের রাজা বলে মনে করা হয় এই ব্রহ্মকমলকে। আয়ুর্বেদ ও তিব্বতি চিকিত্সা শাস্ত্রে এই ফুলের ব্যাপক ব্যবহার হয়ে থাকে। ক্ষতস্থান সারাতে এই ফুলের জুড়ি নেই। উত্তরাখণ্ডে পাহাড়ি মানুষদের মধ্যে এর প্রচুর ব্যবহার রয়েছে।
হিমালয়ের যেসব এলাকায় এই বিরল ফুল ফুটতে দেখা যেত তা ক্রমশ দখল করে মানুষের বসতি গড়ে উঠেছে। পাশাপাশি পরিবেশে তাপমাত্রাও বেড়েছে অনেকখানি। ফলে এই ফুলটি ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছিল। বর্তমানে ফুলটিকে সংরক্ষণ করার চেষ্টা করছে উত্তরাখণ্ড সরকার।